বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শান্ত চন্দ্র রায়কে (২১) গ্রেফতার করেছে পুলিশ। সে নিলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের অভয় চন্দ্র রায়ের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় বৃহস্প্রতিবার দুপুরে ওই এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৫-৬৮৬৪) তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।